আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ব্রাইট ইংলিশ টিচিং হোম সেন্টারের অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের হাতে বিদায়ী উপহার হিসেবে আমড়ার গাছ তুলে দিয়ে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শিক্ষা ও পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নেয় প্রাইভেট শিক্ষক ফেরদাউস আলম স্যার।
গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে একটি করে আমড়ার গাছ বিতরণ করেন ব্রাইট ইংলিশ টিচিং হোমের পরিচালক ও শিক্ষক ফেরদাউস আলম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র প্রাইভেট সেন্টারের পরিচালক ও শিক্ষক ফেরদাউস আলম বলেন, “শিক্ষার্থীদের বিদায় জানাতে আমরা এমন কিছু করতে চেয়েছি যা শিক্ষা ও সচেতনতার বার্তা দেয়। একটি চারা যেমন বেড়ে গাছ হয়, তেমনি আমাদের শিক্ষার্থীরাও একদিন সমাজে আলো ছড়াবে। এটি একটি সদকায়ে জারিয়া হিসাবে কাজ করে”।