তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধিঃ
২০ অক্টোবর, ২০২৫ সোমবার ১০ঃ৩০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, সেনা জোন, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং সভাপতি, সাধারন সম্পাদক, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিম্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সেইসাথে বিভিন্ন এলাকার দায়িত্বশীল ব্যাক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি তাদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলার বিদ্যমান পরিস্থিতি, বাজার, সড়কে যানজট, যোগাযোগ ব্যবস্থা, দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিশেষ করে কঠিন চিবর দান অনুষ্ঠানের আইনশৃঙ্খলা ও মটর বাইক ড্রাইভার, স্পিড বোট ও অটো সমিতির ড্রাইভারদের এলোমেলো যানবাহন চালানো বিষয়ে আলোচনা করা হয় এবং সকল সমস্যা সমাধানের জন্য অনুরোধ করা হয় আইন-শৃঙ্খলা সভায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পাহাড়ী-বাঙ্গালী সম্পর্ক স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় এলাকার শান্তি সম্পৃতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার অনুরোধ জানান।