মোঃ সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে সাইন্স ফ্যাকাল্টির সামনে সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বাদ যোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জেলা কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে জানা যায়।
এর আগে দুপুর একটার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সাথে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে জোবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানীটোলায় ১৫,নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রী ও বায়োলজি পড়াতেন। ওই ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন। এদিন আনুমানিক বিকাল ৪ টার ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় তিনি খুন হন। বাসার নিচ তলার সিড়ি থেকে তিন তলা পর্যন্ত সিড়িতে রক্ত পড়েছিলো। তিন তলার সিড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।
জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি - সেক্রেটারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থী কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির উপস্থিত ছিলেন।