সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম।
সোমবার সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩১দফার ২৪ দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ সহ নারীদের নিয়ে ছয়টি অঙ্গীকার নারীদের মাঝে পৌঁছে দিতে এসব লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির নেতৃত্বদেন সংগঠনের মুন্সীগঞ্জ শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনী আজ ।
এসময় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে বিএনপির পদক্ষেপ সমুহ তুলে ধরে ধানের শীষ ভোট চান এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে সেই বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে আহ্বান জানানো । লিফলেট বিতরণকালে জেলা নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা মোঃ আরিফ উল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজলসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।