মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
১৯ অক্টোবর (রবিবার) মোংলা সরকারি কলেজের ছাত্রদলের সর্বসম্মতিক্রমে কেন্দ্র কর্তৃক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় তারা বলেন, আমরা সকলেই এক এবং জাতীয়তাবাদী পরিবার। আমাদের আশা আকাঙ্ক্ষা একটাই আমরা এক হয়ে দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নের নতুন গনতান্ত্রিক বাংলাদেশ ও তারুণ্যের নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে এক হয়ে কাজ করবো। কাদা ছোড়াছুড়ি কখনোই একজন আদর্শ ও সাংগঠনিক নেতার কাজ নয় ৷ অবশ্যই কেন্দ্র ঘোষিত কমিটিকে আমাদের সাদরে মেনে নিতে হবে। পদ কোন বড় বিষয় নয়।
৫'ই আগষ্টের আগে যারা রাজপথে লড়াই করেছে তারা পদের জন্য লড়াই করেনি। তবে যারা বর্তমানে নিজ দলের মধ্যে মতপার্থক্য তৈরী করছেন তাদের চিন্তা চেতনা ও স্বার্থ কোথায় তা স্পষ্ট। আমাদের আরো ধর্যশীল হওয়া উচিৎ বলে আমি মনে করি। সামনে অনেক পথ পাড়ি দিতে হবে৷ দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা আমরা এখনো ক্ষমতায় আসিনি আমাদের অবশ্যই দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। দলে শৃঙ্খলা রক্ষা করতে হবে। এই বিষয়টি যারা ভুলে যায় অবশ্যই তারা দলের মঙ্গল বয়ে আনতে পারবে না।
মোংলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে যারা কাঙ্ক্ষিত পদ পাননি তারাও দলের জন্য পরিশ্রমী ও ত্যাগী ছাত্র নেতা এবং দুঃসময়ের সেরা কর্মী। আমি ব্যক্তিগতভাবে মনে করি মোংলা সরকারি কলেজ ছাত্রদলের যে কমিটি হয়েছে। সেই কমিটির একজন সদস্যও বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দেয়ার মতন যোগ্যতা রাখেন।
মোংলা সরকারি কলেজ শাখার নব- নির্বাচিত কমিটি:-
সভাপতি : এস এম সাব্বির হোসেন
সাধারণ সম্পাদক : শামীম হোসাইন
সাংগঠনিক সম্পাদক : বি.এম শিপন ব্যাপারী।