আরিফুল ইসলাম, শিবগঞ্জ, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে নাজির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত (১৭ অক্টোবর) শুক্রবার বিকেলে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দেউলি ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম বিএসসি, সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ, দেউলি ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন, গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিয়ার রহমান, গাংনগর এম.আর. প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নাজির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফ হোসেন বলেন,“যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ পথে এগিয়ে নিতে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ ও সমাজের জন্য উপকারী নাগরিক হিসেবে গড়ে তোলে।”
তিনি আরো বলেন “এই মাঠ থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়েছে। আমরা চাই, এখনকার তরুণরা সেই গৌরব ফিরিয়ে আনুক খেলাধুলার মাধ্যমেই তারা দেশের মুখ উজ্জ্বল করবে।”
উদ্বোধনী ম্যাচে রংপুর দল ২-০ গোলে দিনাজপুরকে পরাজিত করে জয় লাভ করে। খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।