আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ এর নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
উল্লেখ্য, দোতলা ভীতের ওপর নির্মিত এই দুইতলা বিশিষ্ট ট্রেজারার ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন ৪,১০০ বর্গফুট, মোট ৮,২০০ বর্গফুট বিশিষ্ট ডুপ্লেক্স ভবনটি ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।