কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ এনছানুল হককে আহ্বায়ক এবং মোঃ হায়দার আলীকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৭টায় কুড়িগ্রাম শহরে অবস্থিত দলের জেলা কার্যালয়ে এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ ও প্রথম যুগ্ম সমন্বয়কারী মোঃ মালেক সরকার, যুগ্ম সমন্বয়কারী লাভলু হোসেন স্বাক্ষরিত পত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ০৪ জন, যুগ্ম-সদস্য সচিব ০৪ জন, মুখ্য সংগঠক ০১ জন, যুগ্ম মুখ্য সংগঠক ০৪ জন ও সদস্য হিসেবে আছেন ১৬ জন। আহ্বায়ক কমিটির মোট সদস্য ৩১ জন।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ, যুগ্ম সমন্বয়কারী মোঃ মালেক সরকার ও লাভলু হোসেন সহ সদর উপজেলা কমিটির অনান্য নেতৃবৃন্দ।