আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৭৫% বোনাসের দাবী পূরণ না হলে ছাত্রদেরকে নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন এর সভাপতি আবদুল কাদের।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় শিক্ষক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয়করা স্কুল এন্ড কলেজ এর সহ প্রধান শিক্ষক আবদুল বারিক ভূঁইয়া, সাকছি সৈয়দবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম নজমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কেএম সামছুদ্দিন, কাছারিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আমিনুল ইসলাম, হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সিংরাইশ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও: আ ন ম মোখলেছুর রহমান নোমান।
চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আতাকরা মহিলা মাদ্রাসার সুপার আবদুল মমিন, কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল হক, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলী,বসন্তপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক নূরে আলম সিদ্ধিকী।
আদর্শ শিক্ষক ফেডারেশন এর ব্যানারে উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।