কুড়িগ্রাম প্রতিনিধিঃ
'ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম' এর উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলায় কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জিএসডিপি এর ব্যবস্থাপনা পরিচালক ও সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জিএসডিপির বাস্তবায়নে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে তিনজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপি সদর উপজেলা কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার, কুড়িগ্রাম পৌর কমিটির যুগ্ম সমন্বয়কারী মাসুদ রানা ইকবাল, পাঁচগাছি ইউনিয়ন কমিটির সদস্য সচিব রাশেদ খান মিলন, বেলগাছা ইউনিয়ন আহ্বায়ক মাহবুবুর রহমান মুকুল, কাঁঠালবাড়ী ইউনিয়ন আহ্বায়ক রমজান আলী সহ সদর উপজেলার অনান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিএসডিপি এর ব্যবস্থাপনা পরিচালক ও সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক বলেন, কুড়িগ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এ অঞ্চলের পিছিয়ে পরা নারীদের এগিয়ে নিতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।