আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ছয় মাস মেয়াদী এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল শাহ সিবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমিরুল ইসলাম সোহান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মনিরুল ইসলাম সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাতুল ইসলাম অভি, সাংগঠনিক সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক মো. হোসাইন চৌধুরী, অর্থ সম্পাদক অমি দেব নাথ, এবং প্রচার সম্পাদক আমির হোসেন আসিফ।
নতুন সভাপতি নাজমুল শাহ সিবলু বলেন, "দায়িত্ব আল্লাহ তা’য়ালার এক নিয়ামত। ক্ষুদ্র মানুষ হয়েও এত বড় দায়িত্ব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫৭ একরে চট্টগ্রাম বিভাগীয় অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। সবার দোয়া চাই, যেন নতুন এই পথচলা সফল হয়।'
সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সোহান বলেন, 'সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া আমার জন্য শুধু একটি সম্মান নয়, বরং এটি একটি প্রতিশ্রুতি। আমাদের সংঘের উন্নয়ন, ঐক্য ও সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করছি। সবার সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।'