কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর বাজার সহ বিভিন্ন বাজারের মাংসের দোকান পরিদর্শন ও অ্যানথ্রাক্স (তড়কা) রোগ বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
রবিবার (১২ অক্টোবর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, কুড়িগ্রাম এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: কামরুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ, যা গবাদিপশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এর প্রেক্ষিতে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর গবাদিপশুর টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ সহ জনসচেতনতামুলক প্রচারণা অব্যাহত রেখেছে। অসুস্থ পশু জবাই না করা, মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীর ভাবে মাটি চাপা দেওয়া এবং যেকোনো পশুজনিত অসুস্থতার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগের আহবান জানান এ কর্মকর্তা।