সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১০ অক্টোবর বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানাধীন সীডস্টোর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশালের কুখ্যাত তালিকাভুক্ত ও একাধিক মাদক মামলার আসামী আঃ মান্নান(৩৫) কে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আঃ মান্নান ত্রিশাল উপজেলার বীর রামপুর ভাটীপাড়া গ্রামের আঃ মতিনের ছেলে।
এ বিষয়ে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩