মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আজ (১০ অক্টোবর) শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের নিকটবর্তী এলাকায় একটি বাল্যবিবাহ অনুষ্ঠান বন্ধ করা হয়। অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল বলে খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা, মুরাদনগর থানা পুলিশের সদস্যবৃন্দ, কিশোর–কিশোরী ক্লাবের সদস্যরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় মেম্বার এবং গ্রামপুলিশের সদস্যরা।
অভিযানের মাধ্যমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিবাহটি বন্ধ করা হয় এবং অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত খাদ্যসামগ্রী নিকটবর্তী একটি এতিমখানায় প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
জনস্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।