আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টা (পুসাব)-এর ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাসেল মাহমুদ, সভাপতি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শেখ রাসেল মাহমুদ বলেন, 'পুসাব বারহাট্টার শিক্ষার্থীদের মিলনমেলা। আমরা শিক্ষা, সংস্কৃতি ও মানবিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই, যাতে বারহাট্টা উপজেলাকে আরও শিক্ষিত ও সচেতন করা যায়।'
সাধারণ সম্পাদক মাসুম মিয়া বলেন, 'এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সবাই একে অপরের সহায়ক হবে। আমাদের লক্ষ্য একতাবদ্ধ, শিক্ষিত ও সচেতন বারহাট্টা।'
গঠনতন্ত্র অনুযায়ী, কমিটির মেয়াদ এক বছর। বার্ষিক সাধারণ সভায় কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী কমিটি গঠন করা হবে।
অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুসাবের মূল লক্ষ্য হলো বারহাট্টা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন করা, নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখা।