সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম, এফডিইবির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, তালিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ছিদ্দিকুল্লাহ, এবং পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, “মানুষের মৌলিক অধিকার— ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। একসময় জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের প্রস্তাবিত কেয়ারটেকার সরকারের ধারণা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছিল। কিন্তু পরবর্তীতে বর্তমান সরকার ষড়যন্ত্র করে সেই ব্যবস্থা বাতিল করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এখন আবার নতুন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়েছে, যা বাস্তবায়নে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল একযোগে কাজ করছে।”
বৈঠকে বক্তারা পাঁচদফা দাবি হিসেবে তুলে ধরেন—
১️. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২️. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,
৩️. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪️. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫️. এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
বক্তারা বলেন,আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু হলে দুর্নীতি, কালো টাকার ব্যবহার ও মনোনয়ন বাণিজ্যের অবসান ঘটবে। এতে সুশাসন নিশ্চিত হবে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে মূল্যায়িত হবে।
শেষে সভাপতি ফজলুর রহমান সাঈদ বলেন,বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা ও গণঅংশগ্রহণ ফিরিয়ে আনতে পিআর পদ্ধতি এবং জুলাই সনদের দাবিগুলো যুগোপযোগী ও জনগণের প্রত্যাশার প্রতিফলন। আমরা বিশ্বাস করি— জনগণের সমর্থন ও আল্লাহর সাহায্যে ন্যায়ভিত্তিক পরিবর্তন আসবেই, ইনশাআল্লাহ।”
জয়পুরহাটে জামায়াতের এই গোল টেবিল বৈঠকটি ছিল জুলাই জাতীয় সনদের আলোকে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার দাবি তোলার একটি দৃঢ় পদক্ষেপ। বক্তারা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর ওপর জোর দেন।
বৈঠকে জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩