কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৯তম দফা “পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় টেকসই উদ্যোগ গ্রহণ” বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েস কারণি।
ছাত্রদল নেতা ওয়ায়েস কারণি বলেন, “তারেক রহমান আমাদের শিখিয়েছেন— দেশ গড়ার শুরু হয় গাছ লাগানোর মধ্য দিয়ে। প্রকৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি আগামী প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
নেতাকর্মীরা জানান, পরিবেশ রক্ষায় দলীয় এই উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দিতে মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।