মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশে মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা ও সংরক্ষণের জন্য নৌবাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে দেশের ৯ জেলায় ১৭টি যুদ্ধজাহাজ নদী ও সমুদ্র জুড়ে মোতায়েন রয়েছে।
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এসময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, বনবিভাগ ও মৎস্য কর্তৃপক্ষের সমন্বয়ে অবৈধ আহরণ ও বিদেশি ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করা হবে।
এ সময় যদি কেউ যদি মাছ শিকার,পরিবহন এবং বিক্রির চেষ্টা করে তার জন্য রয়েছে অর্থ দণ্ড ও কারাদণ্ড বিধান।
অভিযানের মাধ্যমে ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা, অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করা হবে।