আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কুমিল্লার চৌদ্দগ্রামে হিংগুলা হাছানীয়া উচ্চ বিদ্যালয় মাঠ হিংগুলা যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রীজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কনকাপৈত ইউনিয়নের হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় গান্দাচী ফুটবল একাদশ চান্দিশকরা ফেন্সস ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেবি পেট্রো কেমিক্যাল এন্ড সেনা লুব্রিকেট ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি গাজী কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ডাচলুভ কোম্পানি সিও নৃপেন্দ চন্দ্র দেবনাথ , বিশিষ্ট ক্রীড়া অনুরাগী চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব খোরশেদ আলম, ঢাকা সিটি কলেজের সাবেক জিএস হাসান ইমাম ফিরোজ, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট রাজনৈতিবিদ আমিনুল ইসলাম বাদশা ,হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলী আশরাফ মোল্লা, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া, কনকাপৈত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল।