আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ। এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ছাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্প্রতিবার গোপালনগর উত্তর পাড়ার অলিউল্লাহ মেয়ে নালঘর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া উম্মে হাবিবা অহনা'র (১৪) বিয়ের আয়োজন করে। রান্না বান্না শেষে বর আসার আগে মেহমান নিয়ে শুরু খাওয়ার আয়োজন। হঠাৎ গোপন সূত্রে এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। উম্মে হাবিবা অহনা (বয়স: ১৫ বছর) এর পরিবার আইন অমান্য করে এবং নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ সম্পাদন করার অপরাধে 'বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭' ধারা ০৮ ধারা মোতাবেক ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদন্ড করা হয়। তৎক্ষণাৎ অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা হয় ৷ অর্থদন্ড নগদ আদায় শেষে ভবিষ্যতে প্রাপ্ত বয়ষ্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, 'বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতন হতে হবে। এবং এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।'