সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নাসির নগর উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা নাসির নগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও পূজার সার্বিক বিষয়ে সনতন ধর্মাবলম্বী ভাইবোনদের খোঁজ খবর নেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা সাংবাদিকদেরকে জানান তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব ই সন্তুষ্ট। সামাজিক সম্প্রীতির নাসরিনগরে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। আমরা নাসির নগরে হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের নাসির নগরের ১৩৮ টি পূজা মন্ডপের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে জন্য তারা নাসির নগর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও জানান।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবু আদেশ চন্দ্র দেব, সাংবাদিক আবদুল কাদের সেন্ট, সাংবাদিক আশিকুর রহমান পনি, সাংবাদিক বাবু কুমার প্রদীপ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল মিয়া, সাংবাদিক ইয়াসিন মাহমুদ চৌঃ, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক তন্ময় আহাম্মেদ, সাংবাদিক সুমন ঘোষ সহ আরো বেশ কয়েকজন।