আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজায় শুভেচ্ছা উপহার বিতরণে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন - বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সমাজে গত ১৫ বছর যে একটা কালচার ছিল যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্রে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই, আমরা সবাই ভাই ভাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী যে আদর্শে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। দেশনায়ক তারেক রহমান সে আলোকে আমাদের মধ্যে যে সম্প্রীতি সে আদর্শ আমাদের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার কথা বলেছেন।
শারদীয় দুর্গাপূজা উৎসব করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যেটা করেছেন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। পূজা উদযাপন ফ্রন্ট এর মাধ্যমে আপনাদের সবাইকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই।
তিনি বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাজার পূজা মন্ডপ, পৌরসভার চাঁন্দিশকরা নাথবাড়ি পূজা মন্ডপ, দাসবাড়ি পূজা মন্ডপে শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ারিং শাহ আলম, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌরসভা সাধারণ সম্পাদক কাজী মহব্বত, সিনিয়র সহ-সভাপতি গাজী শহীদ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল পাটোয়ারী,চৌদ্দগ্রাম বাজার পূজা মন্ডপের সভাপতি নরেশ বনিক, সাধারণ সম্পাদক শ্রী সুনীল বণিক,চাঁন্দিশ করার নাথ বাড়ির পূজা মন্ডপের সভাপতি নান্টু চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আশিস দেবনাথ, চাঁন্দিশ করার দাস বাড়ি দাস বাড়ির পূজা মণ্ডপের সভাপতি ঝান্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাস।