চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপন উপলক্ষেকুমিল্লর চৌদ্দগ্রাম পৌরসভার মধ্যম চাঁন্দিশকরা দাস বাড়ি, নাথ বাড়ি ও চৌদ্দগ্রাম বাজার পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বুধবার (১ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে উক্ত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী চৌদ্দগ্রাম বাজার পূজা মন্ডপের সভাপতি নরেশ বনিক, সাধারণ সম্পাদক শ্রী সুনীল বণিক,চাঁন্দিশ করার নাথ বাড়ির পূজা মন্ডপের সভাপতি নান্টু চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আশিস দেবনাথ, চাঁন্দিশ করার দাস বাড়ি দাস বাড়ির পূজা মণ্ডপের সভাপতি ঝান্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাস সহ আরও অনেকে।
এ সময় চৌদ্দগ্রাম পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জামায়াত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ