আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরী গৃহকর্মীকে ঘিরে রংপুরের বুড়িরহাট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকার এক চিকিৎসকের বোনের বাড়িতে কর্মরত কিশোরীকে কিছুদিন আগে রংপুরে ওই চিকিৎসকের বাসায় নিয়ে আসা হয়। কিন্তু কিশোরীটি সেখানে থাকতে না চেয়ে মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে জলঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে ভুল করে সে বুড়িরহাট এলাকায় চলে আসে। পরে স্থানীয় ব্যবসায়ী দিশা টেলিকমের মালিক রুবেল হোসেন তাকে আশ্রয় দেন।
কিশোরীর পরিচয় নিশ্চিত না হওয়ায় রুবেল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির ছবি প্রকাশ করে স্বজনদের খোঁজ চেয়ে পোস্ট দেন। খবর পেয়ে চিকিৎসক ও তার পরিবারের লোকজন ওই এলাকায় আসেন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তখন কিশোরীকে হস্তান্তর নিয়ে আপত্তি জানিয়ে পরিস্থিতি জটিল করে তোলেন।
এসময় কথাকাটাকাটির মধ্যে রুবেল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে উত্তেজনাকালে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি নিজেকে সাংবাদিক দাবি করলেও প্রাথমিকভাবে পরিচয় না দেওয়ায় তাকে স্থানীয়রা ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে অভিযুক্ত করে পুলিশের হাতে তুলে দেয়। পরে জানা যায়, তিনি আসলেই একটি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ বিষয়ে পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“গৃহপরিচারিকা শহরের এক বাসায় কাজ করত। সেখান থেকে চলে আসার পর সে বুড়িরহাট এলাকায় ঘোরাফেরা করছিল। পরে একটি দোকানে বসে থাকাকালে এক সাংবাদিক সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই সময় স্থানীয় লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রুবেল হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা সাংবাদিকের ওপর হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আটক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অপ্রত্যাশিত এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রুবেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।