মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনে কাঁকড়া ধরে খাল সাঁতার দিয়ে আসার সময়। করমজলের খালে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন সুব্রত মন্ডল (৩২) এক জেলে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৩টার দিকে সুন্দরবন থেকে কাঁকড়া ধরা হয়ে গেলে।
তারা ৫ জন লোক করমজল খাল সাঁতার দিয়ে তাদের গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটি কুমির সুব্রত মন্ডলের পা কামড়ে ধরেন এবং তার সাথে থাকা বাকি ৪ জন কুমিরের থেকে সুব্রতকে ছাড়ানোর অনেক চেষ্টা করেন কিন্তু তারা ব্যর্থ হন। কুমিরটি সুব্রতকে নিয়ে পানির নিচে চলে যায়।
বন বিভাগ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে উপস্থিত হন। স্থানীয় লোকজন এবং বনবিভাগের অনেক খোঁজাখুঁজি পরে রাতে তার মৃত্যুদেহটি পাওয়া যায়।
ঘটনা স্থানে থাকা সোহেল বিশ্বাস বলেন, সুব্রত মন্ডল কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী , বৃদ্ধ মা, ছোট ভাইয়েরা রয়েছে। সে প্রতিদিনের উপার্জন দিয়ে তাদের পরিবার চালাত। তিনি বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলো। তাই বন বিভাগের কাছে আমাদের একটাই দাবি। তার পরিবারকে যেন বন বিভাগ থেকে অনুদান দেয়া হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, যে সব জেলে পাস নিয়ে বনে গিয়ে কুমির এবং বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান। তাদের সরকারি অনুদান দেয়া হয় কিন্তু পাস ছাড়া কেউ নিহত হলে। তাদের সহায়তা প্রদান করা হয় না।