সৈয়দ মাকসুমুল হক, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার মোহনগঞ্জে ১০ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে দেখিয়ে ধর্ষণের অভিযোগে সাজিব (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সাজিব পৌর এলাকার পালেহা গ্রামের মোঃ বারেকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, সাজিব দীর্ঘ সময় ধরে মেয়েটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে ভুক্তভোগীর পিতা তাকে মেয়ের ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেন। প্রথমে এলাকাবাসীর সালিশে সাজিব বিয়ে করার আশ্বাস দিলেও পরে তা পালন করতে অস্বীকার করেন।
ঘটনার পর ভুক্তভোগীর পিতা মোহনগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারহান জানান, একমাত্র আসামি সাজিবকে গ্রেফতার করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার মনে করেন, এই ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও দ্রুত আইনগত ব্যবস্থা অপরিহার্য।