কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা তথ্য অফিস এর আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কর্মসূচির সাফল্য কামনা করে ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ফায়জুল হক, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিভিল ডাঃ স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ মোজাম্মেল হক, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডাঃ মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ইউনিসেফ রংপুর ফিল্ড অফিসের নিউট্রিশন অফিসার শহীদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী।
এতে অংশ নেয় বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
কর্মশালার শুরুতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
সভায় অনুষ্ঠানের সভাপতি জেলা সিভিল ডাঃ স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ পানি পান করা, স্বাস্থ্য সম্মত খাবার খাওয়া ও টিকা নেওয়া অত্যন্ত জরুরি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এই ক্যাম্পেইন যেন তৃণমূল পর্যন্ত পৌঁছায়-সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে। স্কাউট ও গার্লস গাইড সদস্যরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধি সহ প্রচার-প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।