আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার দায়িত্বে নিয়োজিত কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দপ্তর ও বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বিভিন্ন কমিটির সদস্যদের ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হতে পারে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন চালানোর জন্য মো. নজরুল ইসলাম ও মো. স্বপন মিয়া নামের দুইজন ড্রাইভার দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, নির্ধারিত ছুটি শেষে প্রত্যেক দপ্তর ও বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।