আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সাজেক ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পথে লিওন মাহামুদ (৩০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা পদুয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন। নিহত লিওন মাহামুদ শরীয়তপুর জেলা বেদেরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
একসাথে ভ্রমণে থাকা বন্ধু তৌহিদুর ইসলাম জানান গত শনিবার রাতে ঢাকা মিরপুর শেখেরপাড়া থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে রোববার সকালে সাজেক পৌঁছে। তিনদিন থাকার পর আজ বুধবার সকাল দশ ঘটিকার সময় মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হই। একসাথে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে চলতে চলতে বন্ধু লিওনের গাড়িটি পিছনে পড়ে যায়। অনেকক্ষণ পিছনে তাকে না দেখে মহাসড়কের পাশে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে দেখি অনেকগুলো লোক জোড় হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি বন্ধু লিওনের দেহ মহাসড়কে পড়ে আছে। উপস্থিত লোকজন থেকে জানতে পারলাম অজ্ঞাত নামা একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই শামীম জানান মহাসড়কের পদুয়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।