মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির বিকনা এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রতিবেশীদের বরাতে জানা যায়, ২৩ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে তিনি নিজের কক্ষে মারা যান এবং মৃত্যুর আগে একটি চিরকুটও রেখে গেছেন।
নিহত পলাশ বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। গত তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেছিলেন পলাশ।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার প্রাথমিক বিবরণ দিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা; তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন ভরসা রাখা হবে। প্রতিবেশীরা জানান, মরদেহটি জানালা দিয়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের রেখে যাওয়া চিরকুটে তিনি নিজের দুর্দশা ও সিদ্ধান্তের কথা লিখে রেখেছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সংবাদ পেয়েই বিভিন্ন প্রতিবেশী ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি নিয়ে শোক ও উদ্বেগের ছড়িয়ে পড়ে।