বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩-০৯-২০২৫) বিকেলে শহরের লেকপাড় মুক্তমঞ্চে এ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবশ্যই পিয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। আমরা এই পদ্ধতির নির্বাচনকে সমর্থন জানাই।”
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়ের আন্দোলন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণভাবে গণসমাবেশ শেষ হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩