সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বহুল প্রতীক্ষিত ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’।
সংগঠনটি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেল এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা ৪৫ মিনিটে শেষ হয় এই সাংস্কৃতিক সন্ধ্যা।
কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আফটারম্যাথ’ ও ‘গন্তব্যহীন’ মঞ্চ মাতান তাদের জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গানের ব্যান্ড ‘প্লাটফর্ম’ এবং আয়োজক সংগঠন ‘প্রতিবর্তন’ গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকদের ভাষ্যে, ‘প্রতিবর্তন’-এর একযুগ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজন করা হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সুর আর উচ্ছ্বাসে ভরা এক অপরাজেয় সন্ধ্যা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজনকে বলা যায় গান ও আড্ডার এক মহোৎসব।
আয়োজন নিয়ে প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, 'প্রতিবর্তনের দীর্ঘ যাত্রায় আজকের দিনটি এক ঐতিহাসিক মাইলফলক। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবর্তন সংগীত, নৃত্য ও শিল্পচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করছে। আজকের এই আয়োজন সেই যাত্রাকে আরও দৃঢ় করবে।'
তিনি আরও বলেন, 'আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এয়ারটেলকে আমাদের পাশে থাকার জন্য এবং ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সকলকে। আমরা বিশ্বাস করি, সংগীত হৃদয়ে আলো জ্বালায়, মানুষকে ঐক্যবদ্ধ করে এবং পরিবর্তনের প্রেরণা জোগায়। এই যুগ পূর্তিতে প্রতিবর্তন নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাবে।'