মাকসুমুল হক সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে আব্দুল কদ্দুছ (৬৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত আব্দুল কদ্দুছ ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জহর জানান, কদ্দুছ কিছুদিন আগে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। তবে তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পান, তা সঠিকভাবে জানা যায়নি। সোমবার সকালে স্থানীয়রা হরিপুর ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে এবং মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।