শাওন বল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি লুটপাটের মামলা রেকর্ড করেছেন, যার কোনো বাস্তব ভিত্তি নেই।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল সরদার তার বক্তব্যে বলেন, "বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রশাসনের একটি মহল আমাদের ভয়ভীতি দেখাতে এবং দমন করতে এ ধরনের ভিত্তিহীন মামলা দিয়ে যাচ্ছে।"
ছাত্রদল নেতা রাকিব হাসান বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে দলীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।