শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একটি ইজিবাইক দুর্ঘটনার শিকার হলে এক নারী যাত্রী নিহত হন এবং শিশুসহ আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণপাড়া এলাকায় একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে চলাকালীন সামনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও ইজিবাইক চালক রয়েছেন। তাদের উদ্ধার করে মাদারীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
ডাসার থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।