আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বক্তৃতা ও প্রেজেন্টেশন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) এই আয়োজন করে।
প্রাথমিক পর্ব পেরিয়ে নির্বাচিত আটজন প্রতিযোগী ফাইনালে অংশ নেন এবং সেরা হওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি। প্রথম রানার আপ নৃবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল হক খান অর্ক এবং দ্বিতীয় রানার আপ দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এসডিসি’র সহ-সভাপতি মো. সামিউল ইসলাম সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি।
বিচারকের দায়িত্ব পালন করেন এলাহি বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও জুনায়েদ কবির শিহাব, উর্মি গ্রুপের এইচআর প্রফেশনাল মো. ইবনুল হায়দার নাকিব, এবং ডিওলিটো’র সহকারী অডিটর মো. জাহিদুল হাসান।
উপস্থাপনা শেষে বিচারকবৃন্দ এবং এসডিসি’র সভাপতি মো. মোস্তাকিম অংশগ্রহণকারীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, “Let’s Talk 3.0 আয়োজন আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পাবলিক স্পিকিং দক্ষতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হবে।”
পরবর্তীতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্লাবের পক্ষ থেকে বেস্ট লিডার, ডেডিকেটেড লিডার, বেস্ট অর্গানাইজার এবং ডেডিকেটেড অর্গানাইজার সম্মাননা প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশ। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে পরিণত করেছে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা প্রদর্শনের এক অনন্য মঞ্চে।