শ্রী রাম বাবু বর্মন, কালাই প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে নানা আয়োজন করছেন।
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছরই এ উৎসবকে ঘিরে সর্বস্তরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।