শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ রেলওয়ের জমি ভাড়া নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার বিকেলে উপজেলার পাঁচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাঁচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবচরের ডাইয়ারচর মৌজায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন মো. রাসেল মিয়া ও সেলিম রেজা। কিন্তু একটি মহল তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। ওই মহল সরকারি জমির ভুয়া কাগজপত্র বানিয়ে দখলের অভিযোগ তুলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
ভুক্তভোগীরা জানান, এসব মিথ্যা প্রচারণার কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের নজরে আসায় এর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান ভুক্তভোগীরা।