শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
কাঁসর ঘন্টার টুংটাং আওয়াজ আর জলের ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে উঠল আড়িয়াল খাঁ নদ। মাঝিমাল্লাদের হাতে বৈঠার তাল, আর দর্শকদের হৈহুল্লোড়ে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ।
কেউবা আবার ট্রলারে উঠে উপভোগ করেন এই নৌকাবাইচ। মাদারীপুরের হবিগঞ্জ থেকে চরবাজিতপুর পর্যন্ত টানা তিন কিলোমিটারজুড়ে চলে এ আয়োজন। প্রতিযোগিতার সময় নদীর বুকজুড়ে দুলে ওঠে বৈঠার ছন্দ, আর তার সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের উল্লাসে চারপাশ রূপ নেয় প্রাণোচ্ছল এক মিলনমেলায়।
স্থানীয়রা জানান, নৌকাবাইচ এখন আর শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে গ্রামীণ সংস্কৃতির এক বড় উৎসব। প্রতিবছর এই আয়োজনে এলাকার মানুষ যেমন আনন্দ পান, তেমনি প্রবাসী ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজনও ভিড় জমায় নদীর তীরে।
সাংস্কৃতিক ঐতিহ্যের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে দর্শনার্থীরা বলেন, “এমন উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখছে এবং সবাইকে একত্রিত করছে।”