শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও আবার মাথার ওপর থেকে পড়ছে ইট আর শুরকি। অনেক ভবনে ফাটল ধরে বেরিয়ে এসেছে লোহার রড। অথচ এই ভগ্নদশা ভবনেই বছরের পর বছর প্রাণের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে কোমলমতি শিক্ষার্থীদের।
জানা গেছে, জেলায় মোট ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা প্রতিনিয়ত শঙ্কা নিয়ে কাটাচ্ছেন পাঠদানের সময়। স্থানীয়দের অভিযোগ, বারবার নতুন ভবনের জন্য আবেদন জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নতুন ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে, তার কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।
শিক্ষক-অভিভাবকদের অভিযোগ, প্রতিবারই কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস মিললেও কাজের অগ্রগতি নেই। ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের জীবন নিয়ে এভাবে পাঠদান চালিয়ে যাওয়া কতটা যৌক্তিক—সে প্রশ্ন তুলেছেন তারা।
স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করা যায়।