সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
মাকসুমুল হক , মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে বিস্ফোরক নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান সেলিমকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদর্শনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি মোহনগঞ্জ উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় জনগণ বলেন, চেয়ারম্যান কামরুল হাসান সেলিম একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি। তারা আরও জানিয়েছেন, “আমরা তার পাশে আছি।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩