বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপি নয়, গোটা জাতির মুক্তির সনদ। এ রূপরেখা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
সভায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের দমননীতি ও নিপীড়নের কারণে দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩