আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে “Inauguration and Committee Announcement Program”-এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস JKKNIU Chapter।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিভাগের ডিন অনুষ্ঠানে উপস্থিত থেকে ৮ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী মাহবুব আলম পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই সেশনের শিক্ষার্থী প্রতাপ রয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (NILS) মূলত মুট কোর্ট, ডিবেটিং সোসাইটি এবং বিভিন্ন জার্নাল প্রকাশনা নিয়ে কাজ করে।
নতুন কমিটির সভাপতি মাহবুব আলম পাটোয়ারী বলেন, “এই সংগঠনটি শুধুমাত্র আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য। আমরা তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, প্রেজেন্টেশন ও নানা স্কিল উন্নয়নে কাজ করব। শিক্ষার্থীরা যেন একাডেমিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থাপন করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।”
NILS-এর এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কমিটির সবাই আশা প্রকাশ করেন