নোমাইনুল ইসলাম , বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে উপজেলা জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনছুরুল হক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য এডভোকেট মোঃ রহমত উল্লাহ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্র নাথ, সেক্রেটারি সজল দে এবং পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আবছার হোসেন, পৌর সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক ডা. সরদার আব্দুর রহিম এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তারা আহ্বান জানান, কেউ যেন কোনো গুজবে কান না দেন। বক্তারা অভিযোগ করেন, দেশের একটি মহল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালসহ নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং অতীতে জামায়াতকে নানাভাবে দমন–পীড়নের শিকার হতে হয়েছে।
তারা বলেন, মদিনা সনদের অন্যতম উদ্দেশ্য ছিল সকল সম্প্রদায়ের অধিকার ও সুযোগ–সুবিধা নিশ্চিত করা। ইসলাম শান্তির ধর্ম, কখনোই বিশৃঙ্খলাকে সমর্থন করে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কোনো দলের প্রকৃত কর্মী হতে পারে না, তারা দেশের শত্রু।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক দল বিতাড়িত হয়েছে, যারা গত ১৭ বছর দেশকে লুটপাট করেছে। সুযোগ পেলেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে তারা আর কোনোভাবেই অস্থিরতা সৃষ্টির সুযোগ না পায়।
সভায় জানানো হয়, পূজা উদযাপন কমিটির অনুরোধে জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, যাতে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন করা যায়। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও সকল সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে; বরং সবাই মিলে সহযোগিতার মাধ্যমে পূজা উদযাপনকে সফল করে তুলতে হবে।