শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালকিনি ও ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফিন।
অভিযান চলাকালে বালু উত্তোলনের জন্য ব্যবহার করা পাইপ ভেঙে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন সাংবাদিকদের জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষিজমি ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।