শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জীবন ঢালী (২২)। তিনি স্থানীয় কালাম ঢালীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে জীবন ঢালী অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে লিবিয়া যান। সেখানে অন্যান্য সফরসঙ্গীদের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ার এক সংঘবদ্ধ মাফিয়া গোষ্ঠীর গুলিতে তার মৃত্যু হয়।
নিহতের খবরটি লিবিয়ায় অবস্থানরত তার সফরসঙ্গীরা ফোনে পরিবারকে নিশ্চিত করেন। এই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে নিহতের পরিবার। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের স্বজনরা বলেন, জীবনের স্বপ্ন ছিল ইউরোপে পৌঁছে পরিবারের দুর্দশা ঘোচানো। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ না হয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।
স্থানীয়রা অবিলম্বে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।