মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজনকে সামনে রেখে “নিরাপদ পানি, নিরাপদ জীবন” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগটি নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংস্থার কলাপাড়া সিডিপি ,মহিপুর অফিসের সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটির উপকারভোগী জনগোষ্ঠী, স্হানীয় জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। সভাপতিত্ব করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুপ্রিয় দাস।
বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস জাপানের প্রতিনিধি মারি মাতসুমুতো, সোশ্যাল ইকোনমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইব্রাহিম খান, সাংবাদিক মিজানুর রহমান রিপন ও আইয়ুব আকন ফিরোজ ।
এছাড়াও বক্তব্য দেন মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার,গুডনেইবারস্ কলাপাড়া সিডিপি'র মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও এবং হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন অপরিহার্য। দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার এবং জলদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় এ ধরনের প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। এ জন্য স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ওয়াশ এডুকেশন বিস্তার করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং নিরাপদ জীবনের পথ সুগম করা সম্ভব হবে।