আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (এসডিসি) আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের জন্য পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “লেটস টক ৩.০"
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নয় তলায় প্রতিযোগিতাটি আয়োজিত হয়। এই পর্বে নির্বাচিত ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সেমিফাইনালের উদ্বোধনী বক্তব্যে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফরিন সেলভী ক্লাবের যাত্রার গল্প তুলে ধরেন এবং প্রতিযোগীদের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম জনি, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মোমেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মুস্তাফিজুর রহমান।
বিচারকগণ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন
এবং আয়োজকদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন। সবশেষে ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রাবেয়া আক্তার উমি ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।