শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেনা নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হঠাৎ দুর্ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।
পরিবার সূত্রে জানা যায়, খেলার ছলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারায় হেনা। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও বাঁচানো যায়নি।
অকালে প্রাণ হারানো সন্তানের জন্য বারবার আহাজারি করে হেনার মা বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে এনে দিন, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারব না।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিদ্যুতের তার ও সংযোগ বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি, নইলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটবে।