শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-০২ আসনের আওতাধীন মাদারীপুর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রাথমিকভাবে প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের অংশগ্রহণে তালিকা হালনাগাদ ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কাজ চলছে।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে নিয়মিতভাবে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে তৃণমূলের কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, চলমান এ কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডভিত্তিক কমিটি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।